অসহায় পরিবারের পাশে কুবির সাংবাদিকতা বিভাগ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:৩১ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২০, ১০:৩১ PM
করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ফান্ড গঠন করে অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এমসিজে চ্যারিটি ফান্ডের মাধ্যমে গত দুই সপ্তাহে মোট ৫৪ টি পরিবারকে এ পর্যন্ত সহায়তা প্রদান করে বিভাগটি।
জানা যায়, সমাজের অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়াতে গত দুই সপ্তাহ আগে ‘এমসিজে চ্যারিটি ফান্ড’ নামে একটি ফান্ড গঠন করে বিভাগের শিক্ষকরা। কুমিল্লা বিশ্ববিদ্যিালয় সংলগ্ন সালমানপুর এলাকায় প্রায় ৫০ টি পরিবারকে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়। এছাড়া বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে চার পরিবারকে সহায়তা প্রদান করা হয়। আর্থিকভাবে সংকটে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ ফান্ডের উদ্দেশ্য।
ফান্ডের বিষয়ে সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ‘আমরা এ পর্যন্ত মোট ৫৪টি পরিবারকে সহায়তা করেছি। শধুমাত্র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য নয় বরং আমরা বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থীদেরকে এ ফান্ডের মাধ্যমে সহায়তা করবো।
তিনি আরও বলেন, এমন অনেক শিক্ষার্থী আছে যার টিউশনির টাকায় পরিবার চলতো। যাদের সামর্থ্য আছে সবার উচিৎ এসব পরিবারের পাশে দাঁড়ানো। আমাদের শিক্ষক শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে ফান্ড কালেকশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ ০১৭৩৮-৬০৬০১৯ (বিকাশ, পারসোনাল)।