দুস্থদের পাশে জাবির আল-বেরুনী হল ছাত্রলীগ

  © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খেটে-খাওয়া মানুষগুলো পুরোদস্তুর বেকার হয়ে কষ্টে দিনাতিপাত করছে। ক্যাম্পাসে যারা পিঠা, শরবত, চটপটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতো সেইসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল-বেরুনী হল ছাত্রলীগ।

আজ ২৩টি পরিবারকে এক সপ্তাহের চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ, সাবান ও মশার উপদ্রবকে মাথায় রেখে মশার কয়েল কিনে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে এবং পরবর্তী সাহায্যের জন্য তারা সকলের সহযোগীতা কামনা করছে হল শাখা ছাত্রলীগ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আল-বেরুনী হল ছাত্রলীগ নেতা সৈয়দ মাহমুদুল হাসান রিজু, জাবি ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান কাব্য, সহ-সম্পাদক আশরাফ জিহাদ, আল বেরুনী হল ছাত্রলীগ নেতা এনামুল হক এনাম এবং হুসাইন মাহমুদ হিমু।


সর্বশেষ সংবাদ