বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকিতে স্টারস অফ সাকসেস ক্লাবের নানা আয়োজন
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৪:০৭ PM , আপডেট: ১৮ মার্চ ২০২০, ০৪:০৭ PM
জাতির জনকের শততম জন্মবার্ষিকী উদযাপনে স্টারস অব সাকসেস ক্লাব একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বিকেলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবাসিক হলে এ প্রতিযোগিতার আয়োজন করেন স্টারস অব সাকসেস ক্লাবের আয়োজক কমিটি।
এসময় এক প্রতিযোগীতায় জাতির জনকের পুরো জীবনের উপরে কুইজ, রচনা ও উল্ল্যেখযোগ্য বিষয় তুলে ধরা হয়। মূলত এই প্রতিযোগীতার উদ্দ্যেশ্য ছিল মহান নেতার জীবন আর্দশ কে তরুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরা।
গবেষক,শিক্ষাবিদ, ইতিবাচক মনোভাবাপূর্ণ ধৈর্য, আত্মবিশ্বাস, সততা, সহনশীলতা ও আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে প্রণীত শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলাই হল স্টার অব সাকসেস ক্লাবের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতার পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। প্রতিযোগিতার ফলাফল স্টারস অব সাকসেস ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে।