মুজিববর্ষ উপলক্ষে বাকৃবিতে ফিচার বোর্ডের উদ্বোধন

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফিচার প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে বাকৃবিসাসের কার্যালয়ের সামনে এ ফিচার প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

ফিচার প্রদর্শনীতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত বাকৃবি সাংবাদিকদের সংবাদ ও ফিচার প্রদর্শিত করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের র্শিক্ষা, গবেষণা, সাফল্য, সৌন্দর্য ও সম্ভাবনার খবর তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম এবং বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্যের খবর পত্রপত্রিকায় তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার কথা আমরা সাংবাদিকদের প্রকাশিত সংবাদের মাধ্যমে জেনে থাকি। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ করতে অনেকটাই সহজ হয়। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা হিসেবে সাংবাদিকতা করা এ বিশ্ববিদ্যালয়ে বেশ চ্যালেঞ্জিং। মুজিববর্ষ উপলক্ষে এ ভিন্ন ধরনের আয়োজন সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।


সর্বশেষ সংবাদ