১৬ মার্চ ২০২০, ০৮:৪৯

বোতল ব্রাশ ফুলে সেজেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

  © টিডিসি ফটো

ভীষণ সুন্দর বোতল ব্রাশ ফুল উজ্জ্বল লাল রঙের ও রেশমি কোমল রঙে সেজেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠ, টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।

বোতল ব্রাশ ফুল মাঝারি ঝাড়–জাতীয় গাছ। এর উচ্চতা ৬ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বসন্তে গাছে অসংখ্য ফুল ফোটে। এ গাছের ফুল, পাতায় হালকা মিষ্টি একটা গন্ধ রয়েছে। তবে ফুলের রেণু বাতাসের মাধ্যমে নাকের ভেতর গিয়ে অ্যাজমা রোগীদের হাঁচি–কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। আর ফুলটি শ্বাসপ্রশ্বাসের ক্ষতি করে থাকে বলে এটি ক্ষতিকর গাছ বলেও অনেকের কাছে পরিচিত।

এ ফুলের বৈজ্ঞানিক নাম Callistemon viminalis। ফুলের অগ্রভাগ ও নিচে রয়েছে সবুজ পাতা। মূলত শৌখিন বৃক্ষ হিসেবে পারিবারিক বাগান, বিভিন্ন প্রতিষ্ঠান, পার্ক ও অন্যান্য স্থানে এই বোতল ব্রাশ ফুলগাছ দেখতে পাওয়া যায়।