শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০১:৪১ PM , আপডেট: ১৫ মার্চ ২০২০, ০১:৪১ PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) এক শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে আসাদুজ্জামান বাবুল নামের এক স্থানীয় সাংবাদিকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীর এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন কর্মসূচির আগে শিক্ষার্থূীা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সাংবাদিক বাবুলের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু বলেন,"আমাদের ম্যামের ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী সাংবাদিক বাবুলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।"
বাংলা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রমা প্রামানিক মানববন্ধনে বলেন," আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।"
এদিকে এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান বলেছেন, "বিষয়টি আমি শুনেছি কিন্তু এখনো সঠিকভাবে জানিনা, আর ভুক্তভোগী শিক্ষক ও এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। যদি ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন তাহলে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।"
উল্লেখ্য, ১৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে বশেমুরবিপ্রবির শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আসাদুজ্জামান বাবুল