শাবিপ্রবিতে লেখক সম্মেলন অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৯:৩৬ AM , আপডেট: ১৪ মার্চ ২০২০, ০৯:৩৬ AM
‘গ্রন্থী’ প্রকাশনীর তিন দশক পূর্তিতে ৭০ এর অধিক দেশবরেণ্য কবি, লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গ্রন্থী লেখক সম্মেলন ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
‘গ্রন্থী’ প্রকাশনী ও দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী পত্রিকা ‘অবিদ্যা’-এর সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার (১৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, বাংলা সাহিত্যকে আজকের এ পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে লেখক-সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। আপনাদের এ আয়োজনের মাধ্যেমে সাহিত্য আরোও সমৃদ্ধ হবে বলে মনে করি। বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের ওপর শাসন এবং শোষণসহ আমাদের পতাকাকেও পরিবর্তন করতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। তখন এই লেখকেরাই তাদের লেখনির মাধ্যমে তা প্রতিহত করেছেন। বাংলা ভাষাকে বিশ্বের দরবার নিয়ে যাওয়ার জন্য এই লেখকদের ভূমিকা অনেক।
সকাল থেকে দিনব্যাপী এ সম্মেলন তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। অধিবেশনগুলোতে যথাক্রমে ‘তিন দশকে গ্রন্থী’, ‘ছোট কাগজ, ‘এ সময়ে’ ও ‘একালের সাহিত্য; গতি ও প্রকৃতি’ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া তিন পর্বে উপস্থিত কবিদের কণ্ঠে ‘কবিকণ্ঠে কবিতা পাঠ’ অনুষ্ঠিত হয়। পরে বিকালে সম্মেলন শেষে আড্ডা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী লেখকরা হচ্ছেন সুমনকুমার দাশ, সুফি সুফিয়ান, সৈকত হাবিব, সৌমিত্র দেব, সৈয়দা তুহিন চৌধুরী, স্বকৃত নোমান, হাবিবুর রহমান এনার, শামস্ শামীম, শামীম রফিক, শামীম রেজা, শামীম শাহান, শাহেদ কায়েস, শেখ লুৎফর, সরকার আশরাফ, সরোজ মোস্তফা, সাকিরা পারভীন, সারওয়ার চৌধুরী, সালমা বাণী, অপূর্ব শর্মা, আবিদ ফায়সাল, আবুল ফতেহ ফাত্তাহ্, আলফ্রেড আমিন, আলতাফ শাহনেওয়াজ, আলতাফ শাহনেওয়াজ, আলমগীর শাহরিয়ার, আহমদ জুনায়েদ, আহমদ মিনহাজ, আহমাদ মোস্তফা কামাল, হাফিজ রশিদ খান, হেনরী স্বপন, হোসনে আরা কামালী,এ কে শেরাম, এনামুল কবির, ওবায়েদ আকাশ, কবির হুমায়ুন, খলিল মজিদ, খালেদ উদ্দীন, জফির সেতু, জয়নাল আবেদীন শিবু, জাকির জাফরান, জাকির তালুকদার, জালাল কবির, জিললুর রহমান, জাহিদ সোহাগ, তুষার কর, নাজমুল হক নাজু, পাঁশু প্রাপণ, পুলিন রায়, প্রশান্ত মৃধা, ফজলুররহমান বাবুল, ফজলুল হক, বিজিৎ দেব, বেলাল আহমদ, মনিরুজ্জামান মিন্টু, মনিরুল ইসলাম, মনিরুল মনির, মালেকুল হক, মাশুক ইবনে আনিস, মাসুদ পারভেজ, মাহবুবুল হক, মুজাহিদ আহমদ, মুহম্মদ ইমদাদ, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মোস্তাক আহমাদ দীন, রাজীব চৌধুরী, রিজোয়ান মাহমুদ, লায়লা ফেরদৌস, লায়েক আহমদ নোমান, শামস নূর প্রমুখ।
উল্লেখ, সারা বাংলাদেশ থেকে ৭০ এর অধিক লেখক, কবি-সাহিত্যিক ও দেড় শতাধিক রেজিস্ট্রেশনকৃত সুধী, শিক্ষক-শিক্ষার্থী এ সম্মেলনে অংশগ্রহন করেন।