নিম্ন আয়ের নারীদের নিয়ে জাবি উপাচার্যের নতুন বই

  © টিডিসি ফটো

নিম্ন আয়ের নারীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নতুন বই ‘উইমেন’স ওয়ার্ক জেন্ডার অ্যান্ড কিনসিপ’র মোড়ক উন্মোচিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইংরেজি ভাষায় নয়টি অধ্যায়ে বিন্যস্ত ও ৩২৬ পৃষ্ঠায় রচিত এ গ্রন্থটির প্রকাশক আইনুল হোসেন। তিনি এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, ঢাকা থেকে গ্রন্থটি প্রকাশ করেছেন। প্রচ্ছদ এঁকেছেন কাজী মো. মহসিন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের নিম্ন আয়ের বস্তিবাসী নারীদের জীবন-যাপন জানতে গ্রন্থটি একটি অসাধারণ গবেষণাকর্ম। বাস্তব অভিজ্ঞতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত দিয়ে গবেষক এ গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থে একজন নারী কীভাবে তাঁর স্বামী, সন্তান এবং সংসার পরিচালনা করেন, সেসব তথ্য চমৎকারভাবে পরিবেশন করা হয়েছে।’

তিনি বলেন, ‘একজন নারী গ্রাম থেকে কী পরিস্থিতিতে শহরে আসে এবং কীভাবে শহরে এসে নতুন কর্মের সঙ্গে যুক্ত হয়, নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়- তা এ গ্রন্থে বিষদভাবে তুলে ধরা হয়েছে। বস্তিবাসী মানুষকে জানতে এই গ্রন্থ বিশেষ সহায়ক হবে।’ এছাড়া তিনি এ গ্রন্থটির বাংলা সংস্করণ বের করার আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘একজন নিম্ন আয়ের নারী কীভাবে তার সংসার রক্ষণাবেক্ষণ করেন, কীভাবে তিনি সুখ-স্বাচ্ছন্দ্যবোধ করেন গ্রন্থকার সবকিছু সহজ ভাষায় পাঠকের বোধগম্য করে উপস্থাপন করেছেন।’

এ সময় আরো বক্তব্য রাখেন নৃবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজ বিশ্লেষক খন্দকার সাখাওয়াত আলী ও জেন্ডার বিশেষজ্ঞ সালমা এ. শফি প্রমুখ। এর আগে অধ্যাপক ফারজানা ইসলাম বাংলাদেশের দলিত সমাজ নিয়ে একটি বই প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ