শাবিপ্রবির ল্যাবে মেশিন বিস্ফোরণ, দুই শিক্ষার্থী আহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৫:২৬ PM , আপডেট: ০৯ মার্চ ২০২০, ০৫:৩৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওটোক্লাব মেশিন বিস্ফোরিত হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বিভাগের ল্যাবে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন_কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আন নাছিম ও মো. তাহমিদুল করিম আহত হন।
এ ঘটনায় এক শিক্ষার্থীর হাত এবং অন্য শিক্ষার্থীর পাকস্থলির নিচের অংশ ও দুই হাত পুড়ে যায়। পরে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষেয়ে বিভাগটির প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, শিক্ষার্থীরা এখন আশংকামুক্ত রয়েছেন। তাদেরকে ড্রেসিং করানো হয়েছে এবং আরো উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।