মুজিববর্ষে অধ্যাপক কাশেম ও খুরশীদাকে সম্মাননা দিবে জাবি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৭:৪১ PM , আপডেট: ০৬ মার্চ ২০২০, ০৯:৩০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লোক-প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম. আবুল কাশেম মজুমদার এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করবে বিভাগটি। মুজিববর্ষ উদযাপনে লোক প্রশাসন বিভাগ বঙ্গবন্ধু সংক্রান্ত গবেষণা অবদানের জন্য এ সম্মাননার কথা জানানো হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে লোক-প্রশাসন বিভাগ। এ উপলক্ষে ১৭ মার্চ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
৩১ মার্চ ২০২০ তারিখে “বঙ্গবন্ধুর রাষ্ট্র ও প্রশাসন ভাবনা” শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সেমিনারে ‘বাংলাদেশঃ স্বাধীনতা ঘোষণা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্তৃত্ব’ শীর্ষক গবেষণা প্রবন্ধ পাঠ করবেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সাবেক তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম।
এছাড়াও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ০৪ এপ্রিল ২০২০ তারিখে লোক-প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ গোপালগঞ্জে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি মুজিববর্ষ উদযাপনের পরিপ্রেক্ষিতে ‘বঙ্গবন্ধুর ছবি থেকে শিক্ষার্থীদের মনোভাবনা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে।