রাবিপ্রবিতে প্রথমবারের মতো বসন্ত বরণ উৎসব
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৬ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এ উপলক্ষে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান রণজ্যোতি চাকমা শিক্ষার্থীদের এ আয়োজনে অংশ নেয়ার জন্য বিশেষ সম্মানি প্রদান করেন তিনি। অনুষ্ঠানে তিনি বসন্ত ও ভালোবাসার মাধ্যমে যেন ঐক্যতা বজায় থাকে ও মনকে সুন্দর রেখে পৃথিবীর সব মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহব্বান জানান।
পিঠা উৎসব আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্টলে চলে পিঠা প্রদর্শনী উৎসব। মারমা পিঠা, কলা পিঠা, নক্শী পিঠা, লবঙ্গ লতিকা নানা বাহারি পিঠার প্রদর্শনীতে এক আমেজের রূপ নেয় প্রদর্শনীটি।