ফের আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ AM
ইতিহাস বিভাগের অনুমোদনকে কেন্দ্র করে আবারো আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গোপালগন্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন কর্তৃক ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি রাত থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে বিভাগটির প্রায় শতাধিক শিক্ষার্থী।
ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফতাবউজ্জামান জানান, "এই বিভাগ আমাদের অস্তিত্ব। বিভাগটি বন্ধ হয়ে গেলে আমাদের সার্টিফিকেট ই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সাবেক উপাচার্য অনুমোদন ব্যতিত বিভাগ চালু করেছেন এটা তার অপরাধ। তার অপরাধের দায়ভার আমরা কেনো নেবো?"
এসময় এই শিক্ষার্থী আরো বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সকল নিয়ম মেনে নিজেদের মেধায় এই বিভাগে ভর্তি হয়েছি। অনেকেই অন্য বিভাগ ত্যাগ করে এই বিভাগে ভর্তি হয়েছি। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা জীবন ই হুমকির মুখে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান জানান, "ইউজিসির ৬ ফেব্রুয়ারির মিটিং এ বিভাগটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।"
উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই বশেমুরবিপ্রবিতে যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। বর্তমানে বিভাগটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন