বর্ণাঢ্য আয়োজনে বশেমুরবিপ্রবিতে স্বরস্বতী পূজা উদযাপন
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১২:৩৪ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২০, ১২:৩৪ PM
বর্ণাঢ্য আয়োজন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দীরে সনাতন সংঘের উদ্যোগে আয়োজিত এ পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন ‘এ পূজা ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন।’
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাড়ে ৮টায় পুজোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং সাড়ে ৯টায় এ অঞ্জলি প্রদান করা হয়। অঞ্জলি প্রদান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ফার্মেসি বিভাগের প্রভাষক মিলন মন্ডল জানান, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সঠিক বিদ্যা লাভের মাধ্যমে আদর্শ মানুষ হয়ে উঠুক, সত্য ও জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক তাদের হৃদয় এটিই আমাদের প্রত্যাশা।’
এসময় তিনি জানান, পূজা শেষে বিকেল ৪টা থেকে শুরু হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত অনুষ্ঠানের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য থাকবে পৃথক প্রতিযোগিতা। এসকল প্রতিযোগিতার মধ্যে মেয়েদের জন্য রয়েছে উলু ধ্বনি ও শংখ ধ্বনি প্রতিযোগিতা এবং ছেলেদের জন্য রয়েছে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা।
এদিকে, পূজাকে কেন্দ্র করে বর্ণিল আলোকে সজ্জিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকেই দেবীর আশীর্বাদ প্রত্যাশী শিক্ষক-শিক্ষার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দেবীকে অর্চনা প্রদান করে দেবীর কাছে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করছেন।
সহপাঠীদের সাথে পূজা উদযাপনের পাশাপাশি স্থানীয় অনেক শিক্ষার্থীই তাদের পরিবারের সদস্যদের নিয়ে পূজা উদযাপনে অংশগ্রহণ করেছেন। বাবা এবং মাকে মিয়ে পূজা উদযাপনে অংশগ্রহণকারী আইন বিভাগের শিক্ষার্থী স্মিতা বিশ্বাস জানান, ‘আনন্দের মুহুর্তগুলোতে পরিবারের সদস্যরা পাশে থাকলে আনদ বহুগুণে বেড়ে যায় একারণেই পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপনে অংশগ্রহণ করেছি।’
উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।