পরীক্ষায় অসদুপায়ের দায়ে ২২ শিক্ষার্থীর কোর্স বাতিল

  © ফাইল ফটো

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন বিভাগের এ ২২ শিক্ষার্থীর মধ্যে ১ জনের দুই শিক্ষাবর্ষ, ৩ জনের এক শিক্ষাবর্ষ, ৬ জনের এক সেমিস্টার এবং ১২জনের একটি করে কোর্স বাতিল করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু।

শাস্তিপ্রাপ্ত ২২ শিক্ষার্থীর মধ্যে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ১১জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২ জন করে এবং আইন বিভাগ ও ইইই বিভাগের ১ জন করে।

এ বিষয়ে তিনি জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শৃঙ্খলা কমিটি ২২ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সভায় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে, রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ