তীব্র শীতের রাতেও বিক্ষোভ খুবি শিক্ষার্থীদের
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৪:১৩ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২০, ০৪:৫৪ PM
তীব্র শীত উপেক্ষা করে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে রাতেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করার পর সারারাত শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।
এদিকে সামগ্রিক বিষয় খতিয়ে দেখতে শিক্ষকদের সমন্বয়ে গঠন করা কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রাতে আলোচনা করতে গেলেও শিক্ষার্থীরা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্যের উপস্থিতিতে আমাদের লিখিত আশ্বাস দিতে হবে নতুবা আমাদের এ অবরোধ কর্মসূচী চলতে থাকবে। প্রথম দিনের মত আজও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো: আবাসন সঙ্কট দূরকরণ, বেতন ফিসের অস্বাভাবিক বৃদ্ধি ও বেতন কমানো, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা ও কোডিং পদ্ধতির ব্যবস্থাকরণ, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী অধ্যাদেশের সংস্কার তথা সাংস্কৃতিক অবরুদ্ধতা থেকে মুক্তি ও মুক্তচিন্তা বিকাশে অধ্যাদেশের ব্যবস্থাকরণ এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত যেসব দুর্নীতির তথ্য পাওয়া গেছে তার প্রতিকার করা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর উল্লিখিত সমস্যা তুলে ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। এরপর ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় তারা এ কর্মসূচীর ডাক দেয়।