তিতুমীর কলেজ সম্প্রসারণে সরকার আন্তরিক: গণপূর্তমন্ত্রী
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভিভুক্ত সরকারি তিতুমীর কলেজ সম্প্রসারণে নতুন জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই আন্তরিক বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল শনিবার (২৯ ডিসেম্বর) কলেজের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিতুমীর কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির সভাপতিত্বে গণপূর্তমন্ত্রী বলেন, তিতুমীর কলেজ অত্যন্ত গৌরব ও এতিহ্যের সঙ্গে দাঁড়িয়ে আছে। কলেজের জায়গা সম্প্রসারণের বিষয়ে শিক্ষার্থীসহ সবার দাবির সঙ্গে আমরাও একমত। তবে এটা আমার একার কাজ নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে। আমরা টিপু মুনশিসহ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর একটা সুষ্ঠু ব্যবস্থা করবো।
তিনি বলেন, দেশে অবকাঠামো উন্নয়ন হচ্ছে। এবার নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের উপর সবাইকে নজর দিতে হবে। এ মুহূর্তে আমাদের একটি মানসিক যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রয়োজন।
মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জিন্নাহ কলেজকে স্বাধীনতা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীরা তিতুমীর কলেজ নামকরণ করে। এমন গৌরবোজ্জ্বল স্মৃতি নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পালন করছে অর্ধশত বর্ষ। তুলে ধরেন তাদের স্মৃতি কথা। এসময় অনুষ্ঠানে সাবেক ছাত্র বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা তিতুমীর কলেজের স্মৃতিচারণ করেন।