সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৬:১১ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০৬:৫৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়।
বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৫ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৩ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষার বিস্তারিত ফলাফল www.7collegedu.com ওয়েবসাইট থেকে জানা যাবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ২১০টি। কলেজগুলোর জন্য আলাদা বরাদ্দকৃত আসনে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
আরো পড়ুন:
আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ
জন্ম থেকেই হাত-পা নেই, মুখে ভর করে লিখে পিইসি পরীক্ষা
আল্লাহ আমাকে মাফ করে দিও- বলে কালেমা পড়ে আবরার