দাবি আদায়ে খুবি উপাচার্যকে স্মারক লিপি প্রদান
- শরিফুল ইসলাম, খুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৫:৩৫ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৫:৩৫ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ে( খুবি) বিভিন্ন যৌক্তিক দাবিতে সাধারণত শিক্ষার্থীরা ছাত্র বিষয়ক পরিচালকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারক লিপি প্রদান করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের হাদ্বী চত্বরে শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।
বুধবার দুপুরে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বরাবর শিক্ষার্থীরা স্মারক লিপি প্রদান করেন। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারক লিপির দাবিগুলোর মধ্যে আবাসন সংকটের তীব্রতা, বেতন ফি অস্বাভাবিক হারে বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যের উৎকর্ষ সাধনে ব্যবস্থা করা,অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতাসহ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা, ছাত্র বিষয়ক নানাবিধ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্ন্তভূক্তকরণ ও অবহিতিকরণ।
ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি গুলোর সাথে সহমত প্রকাশ করেন। এবং স্মারক লিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পৌঁছে দিবেন বলে জানান।