জেলহত্যা দিবসে কুবি ছাত্রলীগের শ্রদ্ধা
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৩ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৩ PM
জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে শোক র্যালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। রবিবার (৩ নভেম্বর) সকাল নয়টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা শোক র্যালীর আয়োজন করেছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ষড়যন্ত্রকারীরা জাতীয় চার নেতাকে বশে আনতে চায়। কিন্তু মহান এ ব্যাপ্তিবর্গ তাদের প্রস্তাবগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এজন্য ৩রা নভেম্বর তাদেরকে নির্মমভাবে জীবন দিতে হয়।’
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে।