কুবিতে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১০:৫০ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ১১:১২ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষে হলের প্রভোস্ট জিয়া উদ্দিনের হাতে স্মারকলিপি জমা দেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়হিদ।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো: হলে রিডিং রুমের ব্যবস্থা করা, নামাজ রুমের জিনিসপত্র ক্রয় করা, ডাইনিংয়ে খাবারের ভর্তুকি, প্রতি ফ্লোরে ফিল্টারের ব্যবস্থা, হল লাইটিংয়ের ব্যবস্থা করা, সাপের উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মাদক নির্মূল করা।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট জিয়া উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং আমি এগুলোর সাথে একমত পোষণ করছি। অতি দ্রুতই এসব দাবি পূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।