রাবি ছাত্রদলের ৪ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

  © লোগো

ক্যাম্পাস থেকে ডিবি পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ৪ নেতাকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে তাদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান ছাড়া অন্য তিনজন হলেন-রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, সদস্য তুষার ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল রানা।

সুলতান আহমেদ রাহী জানান, আগামী রবিবার রাজশাহীতে সমাবেশের প্রস্তুতি বিষয়ে রাবি শাখা ছাত্রদলের একটা সভাতে যাওয়ার জন্য কাজলা গেটে সাধারণ সম্পাদকসহ ওই তিনজন অপেক্ষা করছিলেন। পরে এসে শুনি ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এদিকে, এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ। তবে এ বিষয়ে নগরীর মতিহার থানায় যোগাযোগ করা হলে কোনো তথ্য জানেন না বলে জানানো হয়।


সর্বশেষ সংবাদ