শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র সংগঠন ও শিক্ষকদের বাধা!

আন্দোলনরত সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা
আন্দোলনরত সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

অবিলম্বে সাভার সরকারি কলেজের সকল কার্যক্রম সরকারি করার দাবিতে বিক্ষোভ করেছে কলেজের  সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৫ আগস্ট) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এসময় শিক্ষার্থীদের বিক্ষোভে কলেজের একটি ছাত্র সংগঠন ও কলেজের শিক্ষকরা বাধা দেয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

তবে বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সাভার প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হন। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সাভার সরকারি কলেজের আহবায়ক সোহেল রানা।

তিনি বলেন, আজ ১ বছর ১৭ দিন হয়েছে আমাদের কলেজ সরকারি গেজেটভুক্ত হওয়ার। কিন্তু আমাদের কলেজের কার্যক্রম আগের নিয়মেই চলছে। এইটা আমার বোধগম্য না যে কেন আমাদের কলেজের কার্যক্রম সরকারি হচ্ছে না। অবিলম্বে সাভার সরকারি কলেজের সকল কার্যক্রম সরকারি করতে হবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ফি নেয়ার কারণে সাভার সরকারি কলেজের প্রথম বর্ষের ৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে পারেনি। তাদের দায়িত্ব কে নেবে? মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এবং গেজেট প্রকাশ করা হলেও কেন আমাদের কলেজগুলোর কার্যক্রম সরকারি হচ্ছে না? এই প্রশ্নের জবাব কে দেবে?

বিক্ষোভ মিছিলে বাধা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে অন্য শিক্ষার্থীদের কিংবা শিক্ষকদের বাধা দেয়াটা উচিৎ না। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এই ক্যাম্পাস আপনাদেরও। আমাদের আন্দোলনে বাধা না দিয়ে আমাদের সাথে আন্দোলনে যোগ দিন। বিষয়টি সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের অন্দোলনে শিক্ষকদের বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল দিল আফরোজা হেনা। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়ার বিষয়টি সঠিক নয়। শিক্ষার্থীরা যখন স্বৈরাচার বন্ধ হোক বলে স্লোগান দিচ্ছিলো তখন আমি তাদের আমার কক্ষে নিয়ে এসে জানতে চাই কারা স্বৈরাচার? তখন শিক্ষার্থীরা উত্তেজিত হলে আমি তাদের ধমক দেই। এরপর তাদের বুঝিয়ে বলি বিষয়টি কলেজ কর্তৃপক্ষের হাতে নেই।

শিক্ষার্থীদের আন্দোলনে অন্য ছাত্র সংগঠনের বাধা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এমন কোন অভিযোগ আমার কাছে কেউ করেনি। তবে কেউ যদি লিখিত অভিযোগ দেয় তবে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের হাতে কিছু নেই। সরকার প্রজ্ঞাপন জারি করেনি। তাই কলেজের কার্যক্রম আগের নিয়মেই চলছে। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়ার বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, যে সকল উপজেলায় সরকারি কলেজ নেই সেই সকল উপজেলায় একটি করে সরকারি কলেজ করার ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী। ২০১৮ সালের ১২ আগষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার ২৭১টি বেসরকারি কলেজ সরকারি করা হয়। এদের মধ্যে সবার উপরে ছিল সাভার সরকারি কলেজ।


সর্বশেষ সংবাদ