ঈদের ছুটি শেষে জবি খুলছে কাল
ঈদ উপলক্ষে ১৮ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ আগস্ট) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শনিবার (২৪ আগস্ট) জবির রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবসে উপলক্ষে গত ৭ আগস্ট (বুধবার) থেকে ২২ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতর বন্ধ ছিল।
এবিষয়ে রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দফতরের কাজ যথারীতি চালু হবে।
এদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের সমাগমে আবারও মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস ।
উল্লেখ্য, ক্যাম্পাস খোলার দিন থেকে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতরসমূহ যথারীতি চালু থাকবে। ২২ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা হলেও পরবর্তী দুইদিন শুক্র-শনিবার থাকায় ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে ২৫ আগস্ট ।