জাবিতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৫:২৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০৫:২৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস এ্যান্ড এডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ৪০জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইকিএসসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং কর্মচারীদের দক্ষতা মান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এরআগে জুন মাসে প্রথম দফায় ২০জন কর্মকর্তা ও কর্মচারীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন, এ প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আশা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান আরও উচ্চ পর্যায়ে নেয়া সম্ভব হবে।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. মোসানুল কবির, চীফ ইঞ্জিনিয়ার আবদুস সালাম মোহাম্মদ শরীফ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী সহ অভ্যন্তরীণ অডিট অফিসের ডেপুটি কম্পট্রোলার জাহিদুল হক টেকনিক্যাল সেশনে প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন।
কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।