জাবিতে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ১০:১৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০১৯, ১০:১৪ AM
আসন নিশ্চিতের দাবিতে দুই দফায় বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সোমবার রাত ৯টা থেকে হলের বাইরের সড়কে এ বিক্ষোভ করেন।
জানা গেছে, তৃতীয় বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা প্রথম দফায় এবং রাত ১১টা থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেছেন। প্রথম দফায় আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, গত রোববার রাতে হলের আবাসিক শিক্ষকেরা ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া ও হলের রান্নাঘর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এ ছাড়া হলের চারজনের কক্ষে ছয়জন ছাত্রীকে থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রীরা ৮ দফা দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁদের দাবিগুলো হলো- কোনো ছাত্রীর আসন বাতিল করা যাবে না, প্রতিটি কক্ষে চারটির বেশি আসন বরাদ্দ দেওয়া যাবে না এবং হলের সব রান্নাঘর চালু রাখতে হবে।
আন্দোলন চলাকালে ওই হলের প্রাধ্যক্ষ মুজিবুর রহমান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। তাঁরা ঘণ্টাব্যাপী ছাত্রীদের সঙ্গে কথা বলেন। শেষে ছাত্রীদের দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস দিলে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।
এর পরই হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা অবস্থান কর্মসূচিতে বসেন। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ১৮ মাস পর্যন্ত তাঁরা গণরুমে থাকছেন। এই দীর্ঘ সময়ে ১১৩ জন ছাত্রী দুটি গণরুমে আছেন। এ সময় তাঁদের হলে আসন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সর্বশেষ ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সামনে ছাত্রীরা মানববন্ধন করেন। সেখানে উপস্থিত হয়ে হলের প্রাধ্যক্ষ চলতি মাসের মধ্যে আসনসংকট নিরসনের আশ্বাস দেন। ছাত্রীদের অভিযোগ, মাস শেষ হয়ে গেলেও আসন নিশ্চিত করেনি প্রশাসন। এর মধ্যে আসন নিশ্চিতের কোনো সম্ভাবনাও তাঁরা দেখছেন না।
আন্দোলন চলাকালে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি বশীর আহমেদ, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ মুজিবুর রহমানসহ প্রক্টরিয়াল বডির সদস্যেরা সেখানে যান। তাঁরা ছাত্রীদের কাছে আরও দুই দিন সময় চাইলে ছাত্রীরা তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।