বেরোবিতে কর্মচারীদের অবরোধের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষা কার্যক্রম ব্যাহত করা, ক্যাম্পাস অস্থিতিশীল রাখা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের বলেন, “আপনারা যদি অনতিবিলম্বে প্রশাসনিক ভবনের তালা খুলে না দেন, তাহলে আমরা জানি কিভাবে শিক্ষার্থীদের নিয়ে তালা খুলতে হয় এবং ক্যাম্পাসকে গতিশীল করা যায়। আমরা চাই, আপনারা শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করবেন।”

এসময় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ বলেন, কর্মচারীদের যৌক্তিক দাবি অন্য উপায়ে পূরণ করা যায়। এভাবে প্রশাসনিক ভবন তালা দিয়ে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম ব্যাহত করার অধিকার কারো নাই। আমরা ক্লাসরুমে শিক্ষার্থীদের নিয়ে যেতে চাই, শিক্ষার্থীদের কোন প্রকার ক্ষতি আমরা মেনে নিতে পারিনা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে একাডেমিক সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে করে আমাদে নানান সমস্যায় বিশেষ করে সেশন জটের মতো কঠিন অবার মুখোমুখি হতে হচ্ছে। তিনি আরও জানান, কর্মচারীদেও যে সমস্যা সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এভাবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতে পারে না।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান-এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. হাফিজ আল আসাদ, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামসুল হক, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আতিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. মো. নাজমুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদ রানা, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়া, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. সুমন কুমার দেবনাথ সহকারী প্রক্টর মো. মাসুদ-উল-হাসান, মো. আব্দুল্লাহ্-আল-মাহবুব, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলী রায়হান সরকার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আমিনুল ইসলাম, মো. সানজিদ ইসলাম খান,মেহনাজ আব্বাসী বাঁধন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফ উদ্দীন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল, সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক চার্লস ডারউইন, প্রভাষক সঞ্জয় কুমার সাহা, প্রভাষক মোঃ ফায়সাল-ই-আলম, প্রভাষক তানিয়া নুসরাত, প্রভাষক মো. রহমতুল্লাহ্, প্রভাষক জেসমিন নাহার ঝুমুর, প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, প্রভাষক রাম প্রসাদ বর্মণ, এ. বি. এম. নুরুল্লাহ্, প্রভাষক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক ফারজানা জান্নাত তসিসহ বিভিন্ন বিভাগের আরও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ