খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু

  © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সপ্তাহে পাঁচদিন ব্যাপী থাকছে নানা আয়োজন।

রবিবার বিকেলে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, কৌতুকাভিনয়, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের ইনডোর গেম অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ