ববিতে জীবনানন্দ দাশ আন্তর্জাতিক কনফারেন্স কাল

  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার’ কর্তৃক প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

‘বর্তমান তত্ত্ববিশ্ব ও জীবনানন্দ দাশ’ শিরোনামে এই কনফারেন্সে দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন। এদের মধ্যে প্রবন্ধ উপস্থাপন করবেন আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড. পঙ্কজ কুমার সরকার, ড. ফারজানা সিদ্দিকা, মুঞ্জু রানী দাস, শাকিলা আলম ও সঞ্জয় কুমার সরকার উল্লেখযোগ্য।

কনফারেন্সে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. আজফার হোসেন (নিউইয়র্ক, আমেরিকা), প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মাহাবুব হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. ফকরুল আলম (ঢাবি)।

এছাড়া কনফারেন্সে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মোহাম্মদ মুহাসিন উদ্দিন, পরিচালক, জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার, বরিশাল বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ