জাবিতে সরকার বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০৭:৫৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৭:৫৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ আয়োজিত দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থার উপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত হয়েছে। কনফারেন্সে ৯টি সেশনে যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালসহ দেশ-বিদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক-গবেষকগণ মোট ৩৬টি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থার সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সেগুলো থেকে উত্তরণের উপায় আলোচিত হয়।
সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এম সলিমউল্লাহ খান, কনফারেন্সের আহবায়ক অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান ও অধ্যাপক সামসুন্নাহার খানম। সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল লতিফ মাসুম। এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে প্রধান অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম কনফারেন্স উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুশাসন জরুরি। রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়নের গতি তরান্বিত হয়।
উদ্বোধনী দিনে প্রবন্ধ পাঠ করেন- বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, মহাত্মা গান্ধী সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সঞ্জীব কুমার শমার, দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেখা সেকসেনা, এম.পি. ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স রিসার্চের পরিচালক অধ্যাপক যতীন্দ্র সিং সিসুদিয়া, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলী রিয়াজ এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টেকনাথ থাকাল।
সমাপনী দিনে কনফারেন্সে প্রবন্ধ পাঠ করেন- অধ্যাপক ড. সঞ্জীব কুমার শর্মা, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, নীলুফার পারভীন, মো. মাহমুদুর রহমান, প্রদীপ্ত মুখার্জী, মুহ. এমদাদুল হক, সাদিয়া আফরিন, ফয়সাল আহমেদ, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম, মো. রুহুল আমিন, মো. শরিফুল ইসলাম, ড. সাচ্চিদানন্দ রায়, ইমা সুলতানা চারু, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, ব্রিগে. জেনা. ড. মো. নাসিমুল গণি (অব.), পরীক্ষিত ঠাকুর, শেখ আদনান ফাহাদ, মইনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, প্রণিতা দত্ত।
এছাড়া আরো প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. খুরশীদা বেগম, ড. এ কে এম মাহমুদুল হক, ড. কাজী রেজুয়ান হোসেন, ড. প্রসেনজিৎ সাহা, মো. শহীদুল ইসলাম, মো. শামসুল আলম, ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. মো. নুরুল আমিন, প্রতীপ চট্টপাধ্যায়, হালিমা হক, ইকবাল হোসেন সৈকত, মো. সোহেল হাওলাদার, অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ফারহানা আফরোজ, ড. অরিন্দম রায়, লামিয়া ইসলাম, ফয়সাল খান ও ড. সুশান্ত কান্নগো।