মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে বাধা ধর্মীয় উগ্রবাদ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৬:৫৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৬:৫৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘ধর্মীয় উগ্রবাদ-অসহিঞ্চুতা, শান্তিপূর্ণ সহ-অবস্থানের অভাব ও সাম্প্রদায়িক দ্বন্দ-সংঘাত আন্তর্জাতিক আইনসমূহ বাস্তবায়নের অন্যতম বাধা। এসব বাধাসমূহ অপসারণ করা না গেলে কখনোই মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনিমার্ণ করা সম্ভব হবে না।’
সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর যৌথ আয়োজনে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমসাময়িক চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে উপাচার্য বলেন, ‘বিশ্বে আজ মানব সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির মুখে। আমরা বিশ্বের অনেক দেশকে দেখেছি, যেখানে ধর্মীয় উগ্রবাদ দ্বারা মানবাধিকার আইন চরমভাবে লংঙ্ঘিত হয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ড ও শ্রীলংকায় ঘটে যাওয়া ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।’
এসময় তিনি বলেন, ‘বিশ্বের সকল মানুষকে সহ-অবস্থানের শিক্ষা দিতে হবে এবং অপর কৃষ্টি-কালচার, ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানাতে শেখাতে হবে। তাহলেই এর মাধ্যমে আন্তর্জাতিক আইনসমূহ বাস্তবায়নের দ্বারা মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনিমার্ণ করা সম্ভব হবে।’
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম আবু নোমান প্রমুখ।
ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহার, আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামসহ অনুষদভূক্ত তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।