সহকর্মীদের ভালোবাসায় ইবি শাপলা ফোরামের সম্পাদক হয়েছি: ড. মাহবুব

 অধ্যাপক মাহবুবর রহমান
অধ্যাপক মাহবুবর রহমান

সহকর্মীদরে ভালোবাসায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি কিন্তু নৈতিকতায় বলিয়ান থেকে একচুল নতি স্বীকার করিনি। কথাগুলো বলছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান।

তিনি বলেন, ‘মহান আল্লাহ, মানুষের ভালোবাসা, আমার সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দিয়ে সকল প্রতিকুলতা জয় করেছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পূর্ব মুহুর্তে অনেকে আমাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু সহকর্মীদের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের ঠিক আগের দিন যারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের জবাব সহকর্মীরা ব্যালটে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন সবাইকে নিয়ে এবং সবার মতামতকে সমান গুরুত্ব দিয়ে আমি শাপলা ফোরামকে আরো শক্তিশালী করতে চাই।’

জানা যায়, গত ২৯ জুন শাপলা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনার। নির্বাচিত ১৫ জন এবং তিনজন নির্বাচন কমিশনারের উপস্থিতিতে রোববার দুপুর আড়াইটার দিকে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক রেজওয়ানুল ইসলাম সভাপতি এবং ই্ইই বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মাহবুবর রহমান এর আগে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যাক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং দুইবার প্রক্টরের দায়িত্ব পালন করেন। বলা হয় তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সেরা প্রক্টর। তিনিই এ বিশ্ববিদ্যালয়টিকে বহিরাগত মুক্ত করতে সক্ষম হন। এছড়াও ক্যাম্পাসে অবাধে গরু ছাগল প্রবেশ ঠেকিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং শাপলা ফোরামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক।


সর্বশেষ সংবাদ