নামের ইংরেজি বানান নিয়ে সন্তুষ্ট নয় কুবি, ফের পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নামের ইংরেজী বানান পরিবর্তনের সিদ্ধান্ত পাল্টে ‘Cumilla University’ এর স্থলে পূর্বের মত ‘Comilla University’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম ‘Comilla University’ হিসেবে অপরিবর্তিত থাকবে মর্মে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সিন্ডিকেটের ৭২তম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। সিন্ডিকেটের ৭৩তম সভায় গৃহীত সিদ্ধান্তÍক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম ‘Comilla University’ হিসাবে ব্যবহৃত হবে।

এর আগে গত ৫ মার্চ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত বছরের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় কুমিল্লা জেলার ইংরেজি বানান (Comilla) পরিবর্তন করে (Cumilla) করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিধান্তের তীব্র প্রতিবাদ জানায়।


সর্বশেষ সংবাদ