কুবি শিক্ষার্থী আবিরের মুক্তির দাবি
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ০৬:১৭ PM , আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৬:২৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থী মঈনুল ইসলাম আবিরের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়।
দেখুন: ‘জিডি করতে গিয়ে’ আইসিটি আইনে গ্রেফতার কুবি শিক্ষার্থী
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কাউছার হামিদ জীবন বলেন, নিরপরাধ মঈনুলকে মিথ্যা সাম্প্রদায়িকতার অভিযোগে এতদিন জেলে আটকে রাখা হয়েছে, এটাই সবচেয়ে বড় সাম্প্রদায়িকতা। ভারতীয় হাইকমিশনার কেন বিশ্ববিদ্যালয়ের বিষয়ের উপর হস্তক্ষেপ করবে? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিনা অপরাধে জেলখানায় আটক আছে এটাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা।
এসয় মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মঈনুলের মুক্তির জন্য ২ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীরা। এছাড়া মঈনুলের মুক্তি নিশ্চিত না হলে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড অবরোধ করারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির সৈকত বলেন, আবির নির্দোষ। এতদিন তাকে আটকে রাখার ফলে যে সময় অপচয় হয়েছে এর জবাব দিতে হবে।
প্রসঙ্গত, গত ২০ মে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র মঈনুল ইসলাম আবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু ধর্মকে কটূক্তি করার অভিযোগ করে শ্যামল চন্দ্র দাস নামে এক ভুয়া আইডি। এ ঘটনায় তথ্য প্রযুক্তি মামলায় গ্রেফতার করা হয় আবিরকে। পুরো ঘটনা বিশ্লেষণ করার পর মঈনুল ইসলাম আবিরের বিরুদ্ধে ভিত্তিহীন কটূক্তি এবং শ্যামল চন্দ্র দাস নামের ফেইক আইডির চক্রান্ত উন্মোচন করার দাবিতে সেসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তারা আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন ও করে। এতদিন পার হলেও আবিরকে মুক্তি না দেয়ায় এবং তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় পুনরায় মানববন্ধন করে শিক্ষার্থীরা।