ইবির ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকার বাজেট পাশ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুন ২০১৯, ০৬:৪০ PM , আপডেট: ২৯ জুন ২০১৯, ০৬:৪০ PM
২০১৯-২০২০ অর্থবছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ১৩৭ কোটি ১৬ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৮ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়।
শনিবার (২৯ জুন) বিকেলে প্রশাসন ভবনে ২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত এবং ২০১৯-২০২০ অর্থবছরের মূল অনুন্নয়ন বাজেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকরীর নিকট হস্তান্তর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, হিসাব শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছিদ্দিক উল্যাসহ হিসাব শাখা ও কোষাধ্যক্ষ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট ২২৩ কোটি ৪১ লক্ষ টাকা দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয়। এর বিপরীতে কমিশন ১৩৮ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়। ২০১৯-২০২০ অর্থবছরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লক্ষ টাকার বিপরীতে কমিশন বরাদ্দ দিয়েছে ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকা।
উল্লেখ্য, ১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত মোট ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এ পর্যন্ত বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা বলে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা সূত্রে জানা গেছে।