খুবিতে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুন ২০১৯, ০৫:২৮ PM , আপডেট: ২০ জুন ২০১৯, ০৫:২৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে গুণগত গবেষণা পদ্ধতি এবং উপাত্ত বিশ্লেষণের উপর পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে।
নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
তিনি বলেন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা দু’টি সমার্থক শব্দ। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গতা পায় না। আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক কিছু অর্জন থাকলেও এ কথা সত্য যে, গবেষণা কার্যক্রমে আমরা অনেক পিছিয়ে আছি। বিশ্ব র্যাংকিংয়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো তালিকাভূক্ত না হওয়ার পিছনে এটাই বড় কারণ বলে তিনি মনে করেন। সেজন্য তিনি গুণগত গবেষণার প্রতি নজর দেওয়ার আহ্বান জানান।
এই পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে পাঁচদিনব্যাপী আয়োজিত এ কর্মশালা খুবই সময়োপযোগী হবে উল্লেখ করে প্রধান অতিথি এ প্রশিক্ষণের আয়োজক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের পেশাগত জীবনে প্রভূত উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার ও ইউআরপি ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।
পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে খুবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী ২৯ জুন এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্লানিং এন্ড ডিভেলপমেন্ট সেন্টার এই প্রশিক্ষণের আয়োজন করেছে