খুবি উপাচার্যের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে তিন সদস্যের প্রতিনিধি দল

উপাচার্যদের সাথে প্রতিনিধি দল
উপাচার্যদের সাথে প্রতিনিধি দল

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাজ্য সফররত রয়েছেন। এসময় প্রতিনিধি দলটি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

এরআগে গতকাল খুবি উপাচার্য গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর স্যার এন্টন মুসকট ইল্লির সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় প্রতিনিধি দলের অন্য দুই সদস্য খুবির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম মাহাবুবুল হক এবং একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও চলমান আন্তঃমহাদেশীয় সেন্টার ফর সাসটেইনেবল হেলদি এন্ড লার্নিং সিটিজ এন্ড নেইবারহুডস (এসএইচএলসি) প্রকল্পের বাংলাদেশ কান্ট্রি লিড ড. শিল্পী রায় ছাড়াও প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ইয়া পিং ওয়াং উপস্থিত ছিলেন।

উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশেষ করে শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। খুবি উপাচার্য আন্তর্জাতিক মানের গবেষণার বিষয়ে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন। এ বিষয়ে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং তাঁর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকমানের গবেষণা কার্যক্রমের বিভিন্ন গবেষণাগার ও ভিবিন্ন স্থাপনা পরিদর্শনে অভিজ্ঞতা লাভের সানুগ্রহ সুযোগ প্রদান করেন।

এ পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলটি উক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে চারটি দ্বি-পাক্ষিক সভায় মিলিত হন। উপাচার্যদ্বয় যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনায় সম্মত হন এবং তা ত্বরান্বিত করার পরবর্তী পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করেন।

এ সফরটির মূল লক্ষ্য ছিল, নগর গবেষণার জন্য বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিভাবে অধিকতর সক্রিয় পরিবেশ সৃষ্টি করা যায় তা পর্যালোচনা করা। প্রতিনিধিদল সেখানে অবস্থানকালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও গবেষণা সহযোগিতার প্রক্রিয়াগুলোর বিভিন্ন দিক জানার চেষ্টা করবেন এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক মানের গবেষণায় সহযোগিতার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুটি সমঝোতায় পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, গুরুত্বপূর্ণ এ সফর খুবির গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে নতুন উদ্ভাবনী ধারনা দেবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকমানের গবেষণাগারসহ শিক্ষাকার্যক্রমে পরিবর্তনের ব্যাপারেও আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, আন্তঃমহাদেশীয় গবেষণা প্রকল্পের ইমপ্যাক্ট অ্যাক্টিভিটিজের আওতায় এ সফর অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, যুক্তরাজ্য সফরকালে খুবি উপাচার্যের নেতৃত্বে এ প্রতিনিধি দলটি সেখানকার লিঙ্কন বিশ্ববিদ্যালয়েও সফর করবেন। সেখানেও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয়ে জানা গেছে।


সর্বশেষ সংবাদ