ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রলীগের ইফতার মাহফিল
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ মে ২০১৯, ০৪:৩৬ PM , আপডেট: ১১ মে ২০১৯, ০৪:৩৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্যোগে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গরীব দুস্থদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেছেন ছাত্রলীগ নেতা আদম শাফিউল্লাহ।
গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় আদম শাফিউল্লাহর নেতৃত্বে ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গরীব ও দুস্থদের প্রত্যেককে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
ইফতার বিতরণের বিষয়ে ছাত্রলীগ নেতা আদম শাফিউল্লাহ বলেন, গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে। পাশাপাশি আমরা যারা প্রতিনিয়ত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে স্বপ্ন দেখি তাদের প্রত্যেকের উচিত এভাবে গরীব ও অসহায়দের পাশে নিজেদের উৎসর্গ করা।
তিনি বলেন, আমরা আমাদের এ আয়োজনের মধ্যদিয়ে বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন থেকে আমরা মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান আসাদ, লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মিঠুন মিয়া, সাধারণ সম্পাদক নূর এ সিদ্দিকীসহ অন্যান্যরা।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আদম শাফিউল্লাহ ও বিশ্ববিদ্যালয় শাখা সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।