বৃদ্ধাশ্রমে বুনন’র নতুন শাড়ি ও ইফতার সামগ্রী বিতরণ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মে ২০১৯, ০৩:৫১ PM , আপডেট: ১০ মে ২০১৯, ০৩:৫১ PM
এ বয়সে যাদের প্রয়োজন ছিলো সন্তান-সন্ততীর স্নেহ, মমতা আর ভালোবাসার, কিন্তু সে বয়সে তারা দিন কাটাচ্ছেন অসহায় ও দুস্থ্য মানুষ্যের ন্যায়। বলছি কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমে থাকা কিছু মায়েদের কথা। এই রমজানেও যাদের নেই কোন পারিবারিক বন্ধন, পর্যাপ্ত চিকিৎসা ও ভরণপোষণের ব্যবস্থা।
এ অবস্থায় এসব অসহায় ও সুবিধা বঞ্চিত মায়েদের পাশে দাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’। এবারের ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার কুষ্টিয়ার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে অসহায় ও সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে নতুন শাড়ি ও ইফতার সামগ্রী বিতরণ করে তারা।
বুননের সভাপতি ইজাবুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ, পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইফতেখার হোসেন মিঠু, আফরোজা বেগমসহ বুননের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
বুননের সাধারণ সম্পাদক সাগর আলী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই আমাদের এই প্রয়াস। আশা করি আমাদের মত সমাজের সর্বস্তরের মানুষ এ সকল অসহায় মানুষের পাশে এসে দাড়াবে।’
কলা অনুষদের ডিন অধ্যাপক সরোয়ার মুর্শেদ বলেন, ‘এটি অসাধারণ একটি উদ্যোগ। এ ধরণের উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানায়। বুননরে মত এভাবে সকলে এগিয়ে আসলে, আমাদের সমাজে আর কোনো ভেদাভেদ থাকবে না।’
উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ইফতেখার হোসেন মিঠু জানান, প্রথমে আমরা ব্যক্তিগত উদ্যেগে ক্ষুদ্র পরিসরে এটি শুরু করেছিলাম। কিন্তু, পরবর্তীতে সমাজের বাস্তবতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা এ সকল অসহায় মায়েদের আরো ভালোভাবে সেবা দিতে পারবো।’