জগন্নাথ বিশ্ববিদ্যালয়
‘জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী’ মতবিনিময় সভা কাল
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫১ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগ, (ডিএমপি) এর যৌথ উদ্যোগে জঙ্গি সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, বিপিএম [বার], পিপিএম [বার]। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।
সভায় জঙ্গি, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দদের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রণ জানিয়েছেন।
এছাড়া সভায় পুলিশের লালবাগ বিভাগে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।