পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ডাস্টবিন স্থাপন করলেন ছাত্রদল নেতা ফয়সাল
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের জ্যৈষ্ঠ সদস্য শেখ ফয়সাল আহমেদ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান এবং শহীদ শামসুল হক ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য নিজ উদ্যোগে ডাস্টবিন স্থাপন করেছেন তিনি।
শনিবার (৬ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের বিভিন্ন স্থানে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক জামাল খানসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ফের বাড়ল বুথের সংখ্যা, ভোটারপ্রতি ১০ মিনিট সময় নিলেও ‘নির্ধারিত সময়ে ভোট দেওয়া সম্ভব’
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ছিল, যা পরিচ্ছন্নতা রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ডাস্টবিন স্থাপন করায় এখন ক্যাম্পাসে পরিবেশ পরিচ্ছন্ন রাখার সুযোগ তৈরি হয়েছে।
গণিত বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ইউশা বিন বলেন, ‘প্রথমেই সাধুবাদ জানাই শেখ ফয়সাল আহমেদকে। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ডাস্টবিনের অভাব ছিল। এখন থেকে সহজেই নিরাপদ স্থানে ময়লা ফেলতে পারব।’
আরেক শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘ছাত্রদলের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা এমন শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব কামনা করি, যারা ক্যাম্পাসকে শিক্ষার জন্য নিরাপদ ও সুন্দর করে গড়ে তুলবে।’
উদ্যোক্তা শেখ ফয়সাল আহমেদ বলেন, ‘ছাত্রদল সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। শিক্ষার উপযোগী একটি সুন্দর, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে আমি ব্যক্তিগতভাবেই কাজ করে যেতে প্রস্তুত। আমি বিশ্বাস করি, এমন ছোট ছোট উদ্যোগই একদিন বৃহৎ পরিবর্তনের সূচনা করবে।’