শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছুটিতে ববি উপাচার্য

  © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান উপাচার্য বিরোধী আন্দোলনের মুখে এবার ১৫দিনের ছুটির আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে বুধবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর দেওয়া এক চিঠির মাধ্যমে এ আবেদন করেছেন তিনি। চিঠিতে আজ থেকেই ১৫দিনের ছুটির আবেদন করা হলেও এখনো এর জবাব মেলেনি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ হাসিনুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছি। এখন এ ব্যাপারে মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত জানাবে। এ বিষয়ে আমাদের হাতে এখন আর কিছু নেই।’ তবে এখনো ছুটি মঞ্জুর করার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানিয়েছেন।

জানা গেছে, চিঠিতে আজ বৃহস্পতিবার (১১ এপ্রিলে) থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির আবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এজন্য তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এসময়ে কোষাধ্যক্ষ ড. এ কে এম মাহবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন কাজসমূহ পরিচালনা করবেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় এটি উত্থাপন করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে উপাচার্যের চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে বিইউডিএস এর এক অনুষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ বললে আন্দোলন বেগবান হয়। বিশ্ববিদ্যালয় বিদ্যমান অচলাবস্থা নিরসনে গত শনিবার বরিশাল বিভাগীয় কমিশনার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ভেস্তে যায়। উপাচার্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা তা লিখিত চেয়ে আন্দোলনে অনড় রয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আট দফা দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতি। অধ্যাপক, সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়ম, অস্বচ্ছতা, চেয়ারম্যান নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন, পদোন্নতি ও পদায়নে অনিয়ম, চাকরি স্থায়ীকরণে বিলম্ব, শিক্ষাছুটিতে পক্ষপাত অনিয়মসহ সুস্পষ্টি আটটি অনিয়ম দূরীকরণের জন্য এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন তাঁরা।


সর্বশেষ সংবাদ