আট দাবিতে এবার অবস্থান ধর্মঘটে ববি শিক্ষক সমিতি
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM , আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আট দফা দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতি। অধ্যাপক, সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়ম, অস্বচ্ছতা, চেয়ারম্যান নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন, পদোন্নতি ও পদায়নে অনিয়ম, চাকরি স্থায়ীকরণে বিলম্ব, শিক্ষাছুটিতে পক্ষপাত অনিয়মসহ সুস্পষ্টি আটটি অনিয়ম দূরীকরণের জন্য এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষক সমিতির নেতারা। দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী তাঁদের এই অবস্থান কর্মসূচি চলে। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকনেতারা উপস্থিত ছিলেন।
এসময় অবস্থান ধর্মঘট সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের শিক্ষক পরিপন্থী, ছাত্রপরিপন্থী, শিক্ষার পরিবেশ পরিপন্থী আইন কথায় কথায় তৈরি করা হয়। এক কথায় শিক্ষক নির্যাতনের কারখানা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, ‘এখানে স্বচ্ছাচারিতা আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। আর এ কারণেই আট দফা দাবিতে আজকের এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছি।’
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে,
১. ৫৮তম সিন্ডিকেটের ৯৫২ নং আলোচ্য বিষয় অনুযায়ী গ্রহণ করা সিদ্ধান্ত বাতিল করা, এই সিদ্ধান্তের কারণে ৪০জনের অধিক শিক্ষকের পদোন্নতি নিয়ে জটিলতা শুরু হয়েছে। সর্বশেষ সিন্ডিকেটে তিন বছর চাকুরী করার পরও নতুন করে দুই বছর প্রবেশন দেওয়া হয়েছে;
২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জৈষ্ঠ্যতা এবং চেয়ারম্যান নিয়োগে অনিয়ম দূর করা। বাংলা বিভাগ ও সাংবাদিকতা বিভাগে চরম অনিয়মের কথাও উল্লেখ করেছেন তারা।
৩. পদোন্নতি ও পদোন্নয়নে অনিয়ম বন্ধ করা।
৪. সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করা।
৫. চাকরি স্থায়ীকরণে ইচ্ছাকৃত বিলম্ব বন্ধ করা।
৬. নৈমিত্তিক ও মেডিকেল ছুটি বহাল রাখা।
৭. অগ্রায়ণ প্রদান করা
এবং ৮. শিক্ষা ছুটিতে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ বন্ধ করা।