অনশনে অচেতন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০২:৩০ PM , আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৩:১৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনকারী শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের একজন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার দুপুরে অনশনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ মেজবাউল হাসান কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
অনশনরত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অসুস্থ ওই শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে গত ৮ এপ্রিল থেকে আক্কাস আলীর বিচারের দাবিতে অনশন ধর্মঘট পালন করছিলেন। বুধবার দুপুরে হঠাৎ ঐ শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান। এসময় অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়াশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রায় তিনদিন ঠিকভাবে খাদ্য ও পানি গ্রহণ না করায় পানিশূন্যতা এবং শরীরের গ্লুকোজ লেভেল কমে যাওয়ায় ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী, অসুস্থ ওই শিক্ষার্থীর এখনো জ্ঞান ফেরেনি।
আরো পড়ুন: এবার চোখে কালো কাপড় বেঁধে অনশনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
উল্লেখ্য, দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আক্কাস আলীর স্থায়ী চাকরিচ্যুতির দাবিতে গত ৮ এপ্রিল থেকে অনশন করছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।