পিবিপ্রবি ক্যাম্পাসে জুলাই যোদ্ধাদের স্মরণে আবেগঘন আয়োজন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী’ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, আহত আন্দোলনকারীরা ও জুলাই যোদ্ধারা। স্মরণসভায় উঠে আসে শিক্ষার্থীদের সাহসিকতা, আত্মত্যাগ ও আন্দোলনের নির্মম অভিজ্ঞতাগুলো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। উদ্বোধনী বক্তব্যে পিবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের এই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের ৩৬ দিনের সাহসিকতার এক অনন্য অধ্যায়। রাষ্ট্রীয় বাহিনী ও সরকারপন্থী সন্ত্রাসীরা তখন নির্বিচারে গুলি চালিয়েছে যার ফলে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হন।’
আরও পড়ুন: গোপালগঞ্জের ৪ মৃত্যুর ঘটনায় স্বাধীন বিচারিক তদন্ত কমিটি দাবি বার্গম্যানের
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন পদ্মা সরকারি কলেজের ছাত্র মো. ছাকিন আহমেদ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের আহত শিক্ষার্থী ফাহাদ সিকাদার, পিবিপ্রবি শিক্ষার্থী নাফিস আহনাফ, রিয়াজুস শামস ও মো. রিফাত হোসেন। তারা বলেন, ‘আমরা ছিলাম না কোনো দলের কর্মী, ছিলাম একটি নির্দল শিক্ষার্থী আন্দোলনের সৈনিক। কিন্তু তবুও আমাদের ওপর চালানো হয় নিষ্ঠুর হামলা। আমাদের রক্তের দায় সরকার এড়াতে পারে না।’
তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। পুরো আয়োজনে ছিল গভীর শ্রদ্ধা, সংবেদন এবং ক্ষোভের প্রকাশ। জুলাইয়ের শহীদদের প্রতি ভালোবাসা জানাতে প্রদর্শিত হয় একটি প্রামাণ্য চলচ্চিত্রও।