জবিতে বাস সংকট, ৬ বছরে বাড়েনি একটি বাসও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থী প্রায় ১৯ হাজার, পরিবহন মাত্র ৫২টি, অচল রয়েছে ৩টি। গত ছয় বছরে বাড়েনি একটি বাসের সংখ্যাও। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আবাসনহীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ জানায়, বর্তমানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত রুট রয়েছে মোট ১৬টি, যেখানে চলাচলরত পরিবহন রয়েছে ৫২টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৬টি ও বিআরটিসির ভাড়াকৃত ১১টি বাস অন্তর্ভুক্ত। তবে এই সংখ্যা একদিকে যেমন প্রয়োজনের তুলনায় অনেক কম, তেমনি এর মধ্যে তিনটি বাস রয়েছে অচল অবস্থায়।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল ও বিকেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাস ধরতে হয়। অনেকে ঠাঁই না পেয়ে দাঁড়িয়ে যান কিংবা ঝুঁকি নিয়ে দরজার পাশে ঝুলে যাতায়াত করে থাকেন। প্রতিনিয়ত ঝুঁকি যাতায়াত করছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও পাবলিক বাসে চলাচলে নারী শিক্ষার্থীরা হেনস্তারও শিকার হচ্ছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: জবি কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারে নতুন নির্দেশনা, আইডি কার্ড বাধ্যতামূলক
শিক্ষার্থীরা বলছেন, ‘হলবিহীন’ এই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত যেন একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “বহুবার নতুন বাসের দাবি জানিয়েছি। চক্রাকার বাস চালুর পেছনেও ছিল আমাদের ধারাবাহিক আন্দোলন। বর্তমান প্রশাসন যদি শিক্ষার্থীদের কষ্ট অনুধাবন করে, তাহলে পরিবহন বৃদ্ধিতে দ্রুত ব্যবস্থা নেবে।”
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “বাস সংকটের কারণে নিয়মিত যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। দুপুরের চক্রাকার বাসে শিক্ষার্থীরা ঝুলে ঝুলে যায়—একটা বিশ্ববিদ্যালয়ে এরকম দৃশ্য কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আতিক বলেন, “তৎকালীন সরকার যে বাসগুলো দিয়েছিল, সেগুলো এখন নষ্ট হয়ে পড়ে আছে। নতুন বাস কেনার জন্য বাজেট বরাদ্দ পাইনি। কিছু জায়গায় কথা চলছে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।'