কাল টু‌ঙ্গিপাড়া যা‌চ্ছেন জ‌বি শিক্ষক স‌মি‌তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ‌বি) শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারতের উদ্দেশ্যে টু‌ঙ্গিপাড়া যা‌চ্ছেন শিক্ষক সমিতির সদস্যরা। আগামীকাল শ‌নিবার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করবেন সমিতির নেতৃবৃন্দ।

কালকের এ কর্মসূচির বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মদ।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নুর মোহাম্মদ আরো জানান, জবি শিক্ষক স‌মি‌তি এবারই প্রথম বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ কর‌তে যা‌চ্ছে। যেহেতু আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। যার প্রচেষ্টায় আমরা একটি স্বাধীনদেশ পেয়েছি। তাই দেশকে ও বিশ্ববিদ্যালয়কে পরিচালনার আগে এই মহান নেতাকে শ্রদ্ধাভরে আমরা স্মরণ করতেই আমাদের টু‌ঙ্গিপাড়া যাওয়া। কিছুদিন আগে আমাদের নতুন ক‌মি‌টি হ‌য়ে‌ছে। আমা‌দের নতুন ক‌মি‌টি কাজ শুরুর আগে তার প্র‌তি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দি‌য়েই আমা‌দে‌র কার্যক্রম শুরু কর‌তে চাই।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি জবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নীল দ‌লের প্রার্থী সভাপ‌তি হি‌সেবে পদার্থ বিজ্ঞা‌নের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং ম‌নো‌বিজ্ঞা‌নের অধ্যাপক ড. নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ