স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে চবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০১৯, ১০:১৬ PM , আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:২৩ PM
মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সমাবেশ সহ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে। মঙ্গলবার সকালে চবি ছাত্রলীগের উপ-শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী সিএফসি গ্রুপের প্রায় ৫০০ নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
এসময় সাবেক সহ -সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ১৯৭১ সালের এই দিনটির মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশে পদার্পণ করি। তাই এই দিনটি উদযাপনের মাধ্যমে আমারা আমাদের তরুন প্রজন্মের কাছে স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস পোঁছে দিতে চাই।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন ও সুমন নাসির। সাবেক উপ -প্রচার সম্পাদক আনোয়াার হোসেন, উপ-আপ্যায়ন সম্পাদক সায়ন দাস গুপ্ত , সহ-সম্পাদক পিয়াস সরকার ও আহসান হাবীব নয়ন, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, শিশির দাস, আবদুল্লাহ ইবনে হারুন শুভ, হাফিজ, শরীফ সহ আরো অনেকে।
এর আগে গতকাল ২৫মার্চ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী দ্বারা সংগঠিত বর্বর গণহত্যায় নিহত শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করে চবি শাখা ছাত্রলীগ । এসময় তারা ইতিহাস কলঙ্কিত এই ঘৃণ্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।