২৫ মে ২০২৫, ১৮:৫৭

জবিতে ফের জুতাচোর ধরা, শিক্ষার্থীদের গণপিটুনি

জবিতে শিক্ষার্থীদের হাতে জুতা চোর আটক  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ফের চুরি ও গণপিটুনির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নামাজের সময় মুসল্লিদের জুতা চুরি করতে গিয়ে এক চোর হাতে-নাতে ধরা পড়েন।

প্রত্যক্ষদর্শীদের জানান, চোরটি জুতা নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর নজরে আসেন। সঙ্গে সঙ্গে তারা তাকে ধরে ফেলেন এবং আশপাশের শিক্ষার্থীরা ছুটে এসে গণপিটুনি শুরু করেন।

আরও পড়ুন: ‘পদত্যাগ করাতে হাসিনার পা ধরেছিলেন রেহানা’

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিমের জিম্মায় নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ক্যাম্পাসে অতিরিক্ত নজরদারি ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও প্রশাসন জানিয়েছে।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা প্রথম না। ক্যাম্পাসে প্রায়ই জুতা চুরি হয়। প্রশাসনের উচিত নজরদারি আরও বাড়ানো।’

প্রসঙ্গত, এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ।