১৩ মে ২০২৫, ১২:২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দায়িত্বে জিল্লুর রহমান

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দায়িত্বে জিল্লুর রহমান  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল।

সোমবার (১২ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। 

উপাচার্যের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক বিভাগীয় প্রধান তুহিনুর রহমান, সহকারী অধ্যাপক মাহমুদা শিকদার ও আব্দুল করিম এবং সেকশন অফিসার ইমরুল হাসান (সোহাগ)।

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ২৪-এর উপধারা (৩) মোতাবেক যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী তিন বছরের জন্য ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পলকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন তিনি।

আরও পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ

নতুন দায়িত্বের বিষয়ে ড. জিল্লুর রহমান পল বলেন, ‘প্রথমত শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার চেষ্টা করব। শিক্ষার্থীরা যাতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি জব সেক্টরের জন্যও নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব। বিভাগের একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, সে জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকের সহযোগিতা কামনা করি।’ 

ড. জিল্লুর রহমান পল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও  সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি।