যবিপ্রবি ছায়া জাতিসংঘর সদস্য সংগ্রহ সম্পন্ন
- যবি প্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪২ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৪ PM
শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এবং বর্তমান বিশ্বের জ্ঞান সম্পর্কে সচেতন করে মুক্তবুদ্ধি বিকাশের লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেলো 'জাস্টমুনা'র সদস্য সংগ্রহ কার্যক্রম।
রোববার দুপুর ২টা থেকে "বিরিং পিচ থ্রু ডিপ্লোম্যাসি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া যবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার(জাস্টমুনা) সদস্য সংগ্রহ শুরু করে। নতুন সদস্য সংগ্রহের জন্য ৪ঠা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত "মেম্বারশিপ রিক্রুটমেন্ট-১.০" বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণের আমন্ত্রণ জানায় (জাস্টমুনা)। পরে গতকাল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলে আবেদনকারীদের মৌখিক ভাইভা পরীক্ষা। ভাইভাতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংস্থা পরিচালনা কমিটি জানান, খুব শীঘ্রই নির্বাচিত নতুন সদস্যদেরকে নিয়ে একটি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং প্রতি সপ্তাহে নিয়মিত সেশন চলতে থাকবে।
যোগ্যপ্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভাইভা বোর্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আল ওয়ালিদ, জাস্টমুনার সভানেত্রী ওয়ামীয়া তামান্না আফরোজ, সহ-সভাপতি মোসা. জারজিস রহমান, সাধারণ সম্পাদক শামিল আফরান তুহিন। সার্বিক কার্যক্রমে জাস্টমুনার সদস্য শুভাশিষ নীলয়, অতনু দাস, সৌমিক চৌধুরী নন্দন,শুভঙ্কর কংশ বনিক, অন্তু সাহা প্রমুখ।